লকডাউন আবারও শিথিল করা হয়েছে।
আজ বিকেলে মন্ত্রী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ শিথিল করা হচ্ছে আগামী ১১ ই আগষ্ট থেকে সকল প্রকার সরকারি বেসরকারি অফিস আদালত কলকারখানা, রেলপথ, বাস, লঞ্চ, বিমান এয়ারলাইন্স সহ সকল কিছু শিথিল করা হচ্ছে।
সেই সাথে শপিংমল, দোকানপাট সকাল ১০ টা থেকে রাত ০৮ পর্যন্ত খোলা থাকবেন। এবং আগের মতোই চিড়িয়াখানা সহ সকল পার্ক বিধি-নিষেধ এর মধ্যেই থাকছে। সবকিছু শিথিল হলেও গণপরিবহন যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তই ফুল সিটে যাত্রী উঠাতে হবে। মানুষ জন সবাইকে মুখে মাক্স ব্যাবহার করতে হবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। বিস্তারিত দেখুন নিচে ↓
চলমান বিধি-নিষেধ আরোপ শিথিল করা হয়েছে।
বিধি-নিষেধ আরোপ শিথিল করা হয়েছে, bdalljob24.com