করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ শিথিল করা হচ্ছে

লকডাউন আবারও শিথিল করা হয়েছে।

আজ বিকেলে মন্ত্রী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ শিথিল করা হচ্ছে আগামী ১১ ই আগষ্ট থেকে সকল প্রকার সরকারি বেসরকারি অফিস আদালত কলকারখানা, রেলপথ, বাস, লঞ্চ, বিমান এয়ারলাইন্স সহ সকল কিছু শিথিল করা হচ্ছে।

সেই সাথে শপিংমল, দোকানপাট সকাল ১০ টা থেকে রাত ০৮ পর্যন্ত খোলা থাকবেন। এবং আগের মতোই চিড়িয়াখানা সহ সকল পার্ক বিধি-নিষেধ এর মধ্যেই থাকছে। সবকিছু শিথিল হলেও গণপরিবহন যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তই ফুল সিটে যাত্রী উঠাতে হবে। মানুষ জন সবাইকে মুখে মাক্স ব্যাবহার করতে হবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। বিস্তারিত দেখুন নিচে ↓

চলমান বিধি-নিষেধ আরোপ শিথিল করা হয়েছে।

বিধি-নিষেধ আরোপ শিথিল করা হয়েছে, bdalljob24.com

Sharing Is Caring:

আমাদের সম্পর্কে: bdalljob24.com আসসালামু আলাইকুম, আমাদের ওয়েবসাইট এ সরকারি-বেসরকারিহ সকল প্রকারের চাকরির খবর, তথ্য প্রযুক্তি, ভ্রমণ ও পর্যটন, লাইফ স্টাইল এবং স্বাস্থ্য সেবা সহ সরকারী নিয়োগপত্রের তালিকা দেওয়া হয়। তাই চাকুরীর খবর পেতে ওয়েবসাইটি ভিজিট করুন, এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে জব সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস, আপডেট কিভাবে অনলাইনে আবেদন করবেন সকল কিছু তথ্য প্রদান করা হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।

Leave a Comment