সেণা কল্যাণ সংস্থা এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-২০২২

Publication of recruitment notice of Army Welfare Organization-2022

সেণা কল্যাণ সংস্থা এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-২০২২

(Visit our Facebook page for more details.)

সেণা কল্যাণ সংস্থার এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেণা কল্যাণ সংস্থার ০২ টি পদে মোট অগণিত জনকে নিয়োগ দেবে। পদগুলোতে মেধাভিত্তিক নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও এখানে আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখে আবেদন করুন।

SKS Job Circular-2022

Dateline: 10-04-2022

**নিয়োগ বিজ্ঞপ্তি**
প্রতিষ্ঠানের নাম: সেণা কল্যাণ সংস্থা।

পদের সংখ্যা: ০২ টি পদে মোট অগণিত জনকে নিয়োগ দেবে।

জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।

০১। পদের নাম: সিনিয়র সহকারী প্রকৌশলী।
পদসংখ্যা: অগণিত জন।
বেতন স্কেল: এসকেএস এর পলিসি অথবা আলোচনা সাপেক্ষে।
শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে ০৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ার (বিদ্যুৎ)।

০২। পদের নাম: উপ-ব্যবস্থাপক (বিদ্যুৎ)
পদসংখ্যা: অগণিত জন।
বেতন স্কেল: এসকেএস এর পলিসি অথবা আলোচনা সাপেক্ষে।
শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে ০৪ বছর মেয়াদী
বিএসসি ইঞ্জিনিয়ার (বিদ্যুৎ)।

আবেদন এর নিয়মাবলি: আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রসহ (খামের উপর পদবী উল্লেখসহ) আগামী ১০ এপ্রিল ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টার মধ্যে সেণা কল্যাণ সংস্থা, মানব সম্পদ বিভাগ, এসকেএস টাওয়ার, লেভেল-১০, ০৭ ভিআইপি রোড, মহাখালী, ঢাকা-১২০৬। আবেদনপত্র প্রেরন করা যাবে।

চাকুরি আবেদনের বয়স: ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত এবং মুক্তিযুদ্ধো/শহীদ মুক্তিযুদ্ধোর সন্তানদের ক্ষেত্রে অনূর্ধ্ব ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট: http://www.senakalyan.org/

আবেদনের শেষ সময়: আগামী ১০-০৪-২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

Source: প্রতিদিন চাকরির খবর।
বিস্তারিত দেখুন নিচের নিয়োগ বিজ্ঞপ্তিতে ↓

সেণা কল্যাণ সংস্থা এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-২০২২
সেণা কল্যাণ সংস্থা এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-২০২২

 

সেণা কল্যাণ সংস্থা এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-২০২২

Joint Our Facebook Group

আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

আমাদের সাথে মেইলে যোগাযোগ করতে চাইলে অবশ্যই Email: admin@bdalljob24.com পাঠাতে পারবেন।

Sharing Is Caring:

আমাদের সম্পর্কে: bdalljob24.com আসসালামু আলাইকুম, আমাদের ওয়েবসাইট এ সরকারি-বেসরকারিহ সকল প্রকারের চাকরির খবর, তথ্য প্রযুক্তি, ভ্রমণ ও পর্যটন, লাইফ স্টাইল এবং স্বাস্থ্য সেবা সহ সরকারী নিয়োগপত্রের তালিকা দেওয়া হয়। তাই চাকুরীর খবর পেতে ওয়েবসাইটি ভিজিট করুন, এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে জব সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস, আপডেট কিভাবে অনলাইনে আবেদন করবেন সকল কিছু তথ্য প্রদান করা হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।

Leave a Comment