Defence job
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-২০২১
Fire Service and Civil Defence Job Circular-2021

পদের নাম: ডুবুরি (পুরুষ) পদসংখ্যা -১৪ (চৌদ্দ) জন। বেতন স্কেল: ৯০০০/- টাকা থেকে ২১৮০০/- টাকা গ্রেড-১৭ তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) যে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। (খ) এবং গভীর পানিতে ডুব দিতে জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। (গ) শারীরিক উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি ( ন্যূনতম) বুক ৩২ ইঞ্চি (ন্যূনতম) (ঘ) শারীরিক গঠন: ত্রূটিমক্ত হতে হবে। (ঙ) বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
আবেদন পদ্ধতি: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র স্ব-শরীরে আগামী: ০৩-১০-২০২১ তারিখ রোজ রবিবার সকাল ০৮.০০ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মাঠ, পূর্বাচল, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ কুড়িল বিশ্বরোড থেকে আনুমানিক ০৭কি:মি: পূর্বে নীলা বাজার এ উপস্থিত হতে হবে। চাকুরি আবেদনের বয়স: যে সকল প্রার্থী ০১-০৯-২০২১ তারিখ থেকে ১৮ বছর পূর্ণ হবে এবং ২৫-০৩-২০২০ তারিখ হইতে ১৮ থেকে ২০ বছর পর্যন্ত এবং মুক্তিযুদ্ধো/শহীদ মুক্তিযুদ্ধোর সন্তানদের ক্ষেত্রে অনূর্ধ্ব ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। অফিসিয়াল সাইট: (www.fireservice.gov.bd) এই সাইট থেকে আবেদনপত্রে নমুনা কপি সংগ্রহ করা যাবে। আবেদনের ঠিকানা: আবেদনপত্র আগামী ০৩-১০-২০২১ তারিখের মধ্যে ডাকযোগে মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা বরাবর পৌঁছাতে হবে। Source: বিস্তারিত দেখুন নিচের নিয়োগ বিজ্ঞপ্তিতে ↓