Responsive Menu
Add more content here...
Govt Job

বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ

Bangladesh Navy Recruitment Job Circular 2021

Spread the love

বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ

Bangladesh Navy Recruitment Job Circular 2021

সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার ২০২২-বি ডিইও ব্যাচ অ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব-লেফটেন্যান্ট এবং অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

১। ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রিক্যাল শাখা: পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: লেভাল আর্কিটেকচার/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে)।

নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশন্ড অফিসার হিসেবে অ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে।

বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে অনুধর্ব ২৮ বছর।

২। সাপ্লাই শাখা: পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্যিক/ পরিসংখ্যান/ অর্থনীতি/বিষয়ে সম্মান অথবা বিবিএ। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে)।

নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশন্ড অফিসার হিসেবে অ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে।

বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে অনুধর্ব ২৮ বছর।

৩। শিক্ষা শাখা: পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতাঃ মনোবিজ্ঞান/ গণিত /ইংরেজি/ রসায়ন/ পদার্থ /বাংলা বিষয়ে স্নাতক (সম্মান) সহ মাস্টার্স। এসএসসি এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক সম্মান ও মাস্টার উভয় পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে)।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে ইন্সট্রাক্টর সাব-লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী কমিশনে ০৫বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকুরি বর্ধি/স্থায়ী নিয়োগ প্রদান করা হবে।

বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে অনুধর্ব ৩০ বছর।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে ১৬২.৫ সেমি, বা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৭৬ সেমি. বা ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৮১সেমি. বা ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীর উচ্চতা হতে হবে ১৫৭.৪৮ সেমি. বা ৫ ফুট ২ ইঞ্চি অবস্থা ওজন ৪৭ কেজি বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় ৭১ সেমি. বা ২৮ ইঞ্চি সম্রসারিত অবস্থায় ৭৬ সেমি বা ৩০ ইঞ্চি।

আবেদন প্রতিক্রিয়া:
আগ্রহী প্রার্থীকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে জমা দিতে হবে। আবেদন শেষ পর্যায়ে অনলাইনে ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৭০০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীগণকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল-আপ লেটার কমিশন্ড-১এ ও পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় ১ কপি পাসপোর্ট সাইজের ছবি,শিক্ষাগত যোগ্যতা সব সনদ, নাগরিত্ব চারিত্রিক সনদের কপি সঙ্গে আনতে হবে।

নির্বাচন-প্রতিক্রিয়া ও প্রশিক্ষণ: আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাতকারের মাধ্যমে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করে তাদের বুদ্ধিমত্তা এবং ইংরেজি দক্ষতা ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার বিএন কলেজ ঢাকায় আগামী ১৫ থেকে ১৮ নভেম্বর ২০২১ তারিখে উল্লেখিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সুযোগ-সুবিধা ও পদোন্নতি: চূড়ান্তভাবে নিয়োগ প্রার্থীদের নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীতে বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এর বাইরে মেধাবী অফিসারদের দেশ-বিদেশের সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চশিক্ষা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযোগ, নিজ সন্তানের যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এমআইএসটি এবং নৌ বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজগুলোতে অধ্যায়নরত সুযোগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীগণকে আগামী ৭ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিস্তারিত দেখুন নিচের নিয়োগ বিজ্ঞপ্তিতে ↓

বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ

বিস্তারিত জানতে যোগাযোগ:
পার্সোনাল সার্ভিস পরিদপ্তর,
নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩
ফোন: (০২)-৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫
হেল্পলাইন: ০১৭৬৯৭০২২১৫
ওয়েবসাইট: www.joinnavy.navy.mil.bd

admin

আমাদের সম্পর্কে: bdalljob24.com আসসালামু আলাইকুম, আমাদের ওয়েবসাইট এ সরকারি-বেসরকারিহ সকল প্রকারের চাকরির খবর, তথ্য প্রযুক্তি, ভ্রমণ ও পর্যটন, লাইফ স্টাইল এবং স্বাস্থ্য সেবা সহ সরকারী নিয়োগপত্রের তালিকা দেওয়া হয়। সকল চাকুরীর খবর, আবেদনের শুরু, শেষ তারিখ এবং আবেদন এর লিং, মাধ্যম দেওয়া হয়েছে। তাই চাকুরীর খবর পেতে ওয়েবসাইটি ভিজিট করুন, এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে জব সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস, আপডেট কিভাবে অনলাইনে আবেদন করবেন সকল কিছু তথ্য প্রদান করা হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x