District Family Planning Office, Naryanganj, Recruitment Job Circular-2021
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, নারায়ণগঞ্জ-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-২০২১
For those of you who are looking for a job, both men and women from all districts of Bangladesh can apply here. You can also apply here as per the recruitment notification. Thank you for giving everyone a chance to see the recruitment notice by sharing it on your Facebook.
? (Visit our Facebook page bdalljob24.com for more details.)
সম্প্রতি ০৪ টি পদে ৫৮ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, নারায়ণগঞ্জ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-২০২১। নিম্নলিখিত পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতাধারী প্রার্থীদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র এর আহবান করছেনঃ
যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচ্য বিষয়ে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/পরিবর্তন করতে পারেন। চাইলে আপনিও এখানে আবেদন করতে পারেন।
dateline 30-09-2021
✍️ ?? নিয়োগ বিজ্ঞপ্তি ??
✍️ প্রতিষ্ঠানের নামঃ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, নারায়ণগঞ্জ।
✍️ পদের সংখ্যাঃ ০৪ টি পদে মোট ৫৮ জনকে নিয়োগ দেবে।
✍️ জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।
✍️ পদের নামঃ পরিবার পরিকল্পনা সহকারী-০১ (এক) জন।
✍️ বেতন স্কেলঃ ৯৭০০/- টাকা থেকে ২৩৪৯০/- টাকা গ্রেড -১৫ তম।
✍️ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ। তবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে কোন ০১ টিতে ২য় বিভাগ/ নূন্যতম জিপিএ ২.০০ থাকতে হবে।
✍️ পদের নামঃ পরিবার পরিকল্পনা পরিদর্শক -০৩ (তিন) জন।
✍️ বেতন স্কেলঃ ৯৩০০/- টাকা থেকে ২২৪৯০/- টাকা গ্রেড-১৬ তম।
✍️ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
✍️ পদের নামঃ পরিবার কল্যাণ সহকারী -৪৮ (আটচল্লিশ) জন।
✍️ বেতন স্কেলঃ ৯০০০/- টাকা থেকে ২১৮০০/- টাকা গ্রেড-১৭ তম।
✍️ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
✍️ পদের নামঃ আয়া – ০৬ (ছয়) জন।
✍️ বেতন স্কেলঃ ৮২৫০/- টাকা থেকে ২০০১০/- টাকা গ্রেড-২০ তম।
✍️ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যে কোন স্বীকৃত স্কুল থেকে জেএসসি / ৮ম শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় পাশ।
✍️ শুধু মাত্র নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
✍️ চাকুরি আবেদনের বয়সঃ ২৫-০৯-২০২০ তারিখ হইতে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত এবং মুক্তিযুদ্ধো/শহীদ মুক্তিযুদ্ধোর সন্তানদের ক্ষেত্রে অনূর্ধ্ব ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
✍️ আবেদন শুরুঃ আগামী ০১-০৯-২০২১ তারিখ সকাল ১০ টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
✍️ আবেদন ঠিকানাঃ http://dgfpnganj.teletalk.com.bd ওয়েবসাইট থেকে অনলাইনে আগামী ৩০-০৯-২০২১ তারিখ, বিকাল ৫:০০ টার মধ্যে জমা দিতে পারবেন।
Source: teletalk.com.bd
✍️ বিস্তারিত দেখুন ↓
(download image)
(download image)