Gas Transmission Company Limited (GTCL) পূনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Gas Transmission Company Limited (GTCL) পূনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সূত্র নং -২৮.১৪.০০০০.১২৮.১১.০০৩.২১.১৪, তারিখ ২৪-০৩-২০২১ মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে বর্নিত পদসমূহে যাঁরা ইতিপূর্বে আবেদন করেছেন তাঁদেরকে পূনরায় আবেদন করার প্রয়োজন নেই।

আপনারা যাঁরা চাকরির নিয়োগ সন্ধান করেছেন তাঁদের জন্য, এখানে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনিও এখানে আবেদন করতে পারেন। আপনার ফেইসবুকে শেয়ার করে সবাইকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ।
? (আরও বিস্তারিত জানতে আমাদের ফেইসবুক পেইজটি bdalljob24.com ভিজিট করুন।)

dateline: 29-07-2021

? ?? নিয়োগ বিজ্ঞপ্তি ??
? প্রতিষ্ঠানের নামঃ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (GTCL)
? সম্প্রতি ০৩ টি পদে মোট ০৭ জনকে নিয়োগ দেবে।
? পদের নামঃ কানুনগো (সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে) ০১ জন।
? বেতন স্কেলঃ ১৬,০০০/- থেকে ৩৮,৬৪০/- টাকা। সর্ব মোট সম্মানীভাতা ৬৮,৬৬৯/- টাকা গ্রেড-১০ তম
? শিক্ষাগত যোগ্যতাঃ কোন অনুমতি বিশ্ববিদ্যালয় হতে ব্যাচলর ডিগ্রি কারিগরী শিক্ষা বোর্ডের সার্ভে ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং (সার্ভিয়িং টেকনোলজি) পাশ হতে হবে। কানুনগো হিসাবে অন্যান্য ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে কানুনগো অবসরপ্রাপ্ত প্রার্থীগনদের অগ্রাধিকার দেওয়া হবে।
? বয়সসীমাঃ নূন্যতম ১৮ বছর হতে সর্বোচ্চ ৫৬ বছর পর্যন্ত।
পদের নামঃ সার্ভেয়ার (সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে) – ০২ জন।
? মাসিক বেতন স্কেলঃ ১১,০০০/- থেকে ২৬,৫৯০/- টাকা গ্রেড- ১৩ তম সর্বমোট সম্মানী ভাতাঃ ৫০,২১৪/-
? শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্ভে ইন ডিপ্লোমা পাশ।সার্ভেয়ার হিসাবে অন্যূন্য (১৫)বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি, অাধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে অবসরপ্রাপ্ত প্রার্থীগনদের অগ্রাধিকার দেওয়া হবে।
? বয়সসীমাঃ নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৫ পর্যন্ত।
? পদের নামঃ চেইনম্যান (চুক্তিভিক্তিক) – ০৪ জন।
? মাসিক বেতন ভাতাঃ ৯,০০০/- থেকে ২১,৮০০/- টাকা সর্ব সাকূল্য বেতন ১৬,৫৫০/- টাকা গ্রেড-১৭ তম।
? শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাশ। এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ০১ (এক)বছর মেয়াদি সার্ভে বা আমিনশীপ কোর্সে উর্ত্তীণ চেইনম্যান হিসাব অন্যূন্য ০১(এক) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পেশাগত ক্ষেত্রে অধিক অভিজ্ঞতা সম্পূর্ণদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
? চাকরির আবেদন বয়সসীমাঃ
প্রার্থীর বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত।
? আবেদন ফিঃ আবেদন পত্রের সঙ্গে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর অনুকূলে ১০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে ওয়ার্ডার জমা করতে হবে।
? আবেদনের বয়সসীমাঃ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বয়সসীমা প্রতিটি পদে আলাদা, আলাদাভাবে নিন্ম প্রকারভেদে শর্তাবলিতে আবেদন করতে পারবেন।

? আবেদন শুরুঃ ২৮-০৬-২০২১
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জিটিসিএল এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
ওয়েবসাইটঃ(www.gtcl.org.bd)
? আগ্রহী প্রার্থীরাঃ আগামী ২৯-০৭-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
? সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন পত্রিকা।
? বিস্তারিত দেখুন ↓
jfRfAmn9iym7T1bMUAOJ

Sharing Is Caring:

আমাদের সম্পর্কে: bdalljob24.com আসসালামু আলাইকুম, আমাদের ওয়েবসাইট এ সরকারি-বেসরকারিহ সকল প্রকারের চাকরির খবর, তথ্য প্রযুক্তি, ভ্রমণ ও পর্যটন, লাইফ স্টাইল এবং স্বাস্থ্য সেবা সহ সরকারী নিয়োগপত্রের তালিকা দেওয়া হয়। তাই চাকুরীর খবর পেতে ওয়েবসাইটি ভিজিট করুন, এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে জব সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস, আপডেট কিভাবে অনলাইনে আবেদন করবেন সকল কিছু তথ্য প্রদান করা হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।

Leave a Comment