টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিঃ (TSAL) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Here all types of government, private, educational posts, recruitment notices for various jobs are published. Stay tuned with us to get the latest updates. Thank you.

TMSS Security Agency Ltd (TSAL) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আপনারা যাঁরা চাকরির নিয়োগ সন্ধান করেছেন তাঁদের জন্য, এখানে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনিও এখানে আবেদন করতে পারেন। আপনার ফেইসবুকে শেয়ার করে সবাইকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ।
? (আরও বিস্তারিত জানতে আমাদের ফেইসবুক পেইজটি bdalljob24.com ভিজিট করুন।)

dateline: 19-07-2021

? ?? নিয়োগ বিজ্ঞপ্তি ??
? প্রতিষ্ঠানের নামঃ টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিঃ (TSAL)
? সম্প্রতি ০২ টি পদে মোট ১৫২০ জনকে নিয়োগ দেবে।
? পদের নামঃ সিকিউরিটি ইনচার্জ/ মার্কেটিং অফিসার -২০ জন।
? শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম স্নাতক অথবা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। সামরিক বাহিনী সহ যে কোন বাহিনী হতে অবসরপ্রাপ্তদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
? অভিজ্ঞতাঃ যে কোন সিকিউরিটি এজেন্সিতে সমপদে নূন্যতম ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ নূন্যতম ২৫ বছর হতে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত। সমগ্র বাংলাদেশে কাজ করার মানসিকতা থাকতে হবে।
? নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে জ্বালানি তেল ও অন্যান্য কিছু অফিসের নিয়মনীতি মেনে খরচ প্রদান করা হবে।
? মাসিক বেতনভাতাঃ ২৫,০০০/- থেকে ৩০,০০০/- টাকা। সংস্থার নিয়মনীতি মেনে মোবাইল বিল ও বাৎসরিক বোনাস প্রদান করা হবে।
? একমাসের সমপরিমান জামানত অর্থ সংস্থায় জমা দিতে হবে যা অফেরতযোগ্য।
শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
? পদের নামঃ সিকিউরিটি গার্ড ( চুক্তিভিত্তিক) মহিলা ও পুরুষ ১৫০০ জন।
? মাসিক বেতনভাতাঃ ৬,০০০/- থেকে ১২,০০০/- টাকা। ওভার টাইম কাজ করার সুযোগ আছে।
? শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি বা সমমান পরীক্ষায় পাশ।
? মহিলা ও পুরুষ উভয়ই প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
? চাকরির আবেদন বয়সসীমাঃ
প্রার্থীর বয়স ১৮ থেকে ৫০ বছর পর্যন্ত।
? উচ্চতা পুরুষ ৫’ ৪” এবং মহিলাদের ৫’২” হতে হবে।
সামরিক বাহিনী সহ যে কোন বাহিনী হতে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
? কর্ম এলাকা সমগ্র বাংলাদেশ।
? আবেদন ফিঃ ০১ নং পদের জন্য ৫০০/- টাকা এবং ০২ নং পদের জন্য ১০০/- টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিমিটেড শিরোনামে STD-৬৪ রুপালি ব্যাংক টিএমএসএস শাখা নওদাপাড়া-বগুড়া, অনুকূলে জমা দিতে হবে।
? আবেদনের বয়সসীমাঃ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বয়সসীমা প্রতিটি পদে আলাদা, আলাদাভাবে নিন্ম প্রকারভেদে শর্তাবলিতে আবেদন করতে পারবেন।

? আবেদন শুরুঃ ২৮-০৬-২০২১

? আগ্রহী প্রার্থীরাঃ আগামী ১৯-০৭-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
? সূত্রঃ প্রথম আলো পত্রিকা।
? বিস্তারিত দেখুন ↓
KbXzFR5MWfPmfI4kVoI1

Sharing Is Caring:

আমাদের সম্পর্কে: bdalljob24.com আসসালামু আলাইকুম, আমাদের ওয়েবসাইট এ সরকারি-বেসরকারিহ সকল প্রকারের চাকরির খবর, তথ্য প্রযুক্তি, ভ্রমণ ও পর্যটন, লাইফ স্টাইল এবং স্বাস্থ্য সেবা সহ সরকারী নিয়োগপত্রের তালিকা দেওয়া হয়। তাই চাকুরীর খবর পেতে ওয়েবসাইটি ভিজিট করুন, এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে জব সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস, আপডেট কিভাবে অনলাইনে আবেদন করবেন সকল কিছু তথ্য প্রদান করা হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।

Leave a Comment