স্পারসো- এর লিখিত রোল নম্বর ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো), এর লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

dateline 09-09-2021

?? নিয়োগ বিজ্ঞপ্তি ??
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)।

পরীক্ষা পদের সংখ্যা: ০২ টি

০১। পদের নাম: টেকনিশিয়ান-২
০২। পদের নাম: স্কিল্ড ওয়ার্কার
গত ০৪ সেপ্টেম্বর ২০২১ তারিখে  স্পারসো – এর টেকনিশিয়ান-২ ও স্কিল্ড ওয়ার্কার পদে নিয়োগের জন্য গৃর্হিত লিখিত পরীক্ষার ভিত্তিতে নিম্নোক্ত রোল নম্বরধারিণগ মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা  আগামী: ০৯-০৯-২০২১ তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ১২:০০ টায় শুরু হবে।

স্থান: বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো), আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা -১২০৭

ওয়েবসাইট:http://www.sparrso.gov.bd এই সাইট থেকে পরীক্ষার নমুনা কপি সংগ্রহ করা যাবে।

Source:
বিস্তারিত দেখুন নিচের নিয়োগ বিজ্ঞপ্তিতে ↓Sparrso

XYMgir2qRjf74ZaNwQKr
http://download image
Sharing Is Caring:

আমাদের সম্পর্কে: bdalljob24.com আসসালামু আলাইকুম, আমাদের ওয়েবসাইট এ সরকারি-বেসরকারিহ সকল প্রকারের চাকরির খবর, তথ্য প্রযুক্তি, ভ্রমণ ও পর্যটন, লাইফ স্টাইল এবং স্বাস্থ্য সেবা সহ সরকারী নিয়োগপত্রের তালিকা দেওয়া হয়। তাই চাকুরীর খবর পেতে ওয়েবসাইটি ভিজিট করুন, এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে জব সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস, আপডেট কিভাবে অনলাইনে আবেদন করবেন সকল কিছু তথ্য প্রদান করা হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।

Leave a Comment