Bureau Of Manpower Employment & Training (BMET) Job Circular-2021
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-২০২১
For those of you who are looking for a job, both men and women from all districts of Bangladesh can apply here. You can also apply here as per the recruitment notification. Thank you for giving everyone a chance to see the recruitment notice by sharing it on your Facebook. (Visit our Facebook page for more details.)
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের আওতায়ধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর শূন্য পদসমূহে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ০২ টি পদে মোট ১৪২ জনকে নিয়োগ দেবে। নিম্নলিখিত পদগুলোতে মেধাভিত্তিক নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতাধারী প্রার্থীদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র এর আহবান করছেন।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-২০২১
Bureau Of Manpower Employment & Training (BMET) Job Circular-2021
dateline: 20-10-2021
?? নিয়োগ বিজ্ঞপ্তি ??
প্রতিষ্ঠানের নাম: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো
পদের সংখ্যা: ০২ টি পদে মোট ১৪২ জনকে নিয়োগ দেবে।
জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: ড্রাইভিং ইন্সট্রাক্টর (ব্যবহারিক)
পদসংখ্যা: ১০৬ (একশত ছয়) জন।
বেতন স্কেল: ৪০,০০০/- (চল্লিশ) টাকা মাত্র।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। এবং বিআরটিএ’র ইন্সট্রাক্টর লাইসেন্সধারী অবশ্যই হতে হবে।
পদের নাম: ড্রাইভিং ইন্সট্রাক্টর (ত্বাত্তিক)
পদসংখ্যা: ৩৬ (ছত্রিশ) জন।
বেতন স্কেল: ৪০,০০০/- (চল্লিশ) টাকা মাত্র।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিপ্লোমা ইন অটোমোবাইল/মেকানিক্যাল পাশ।
চাকুরি আবেদনের বয়স: ২৫-০৩-২০২০ তারিখ হইতে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত এবং মুক্তিযুদ্ধো/শহীদ মুক্তিযুদ্ধোর সন্তানদের ক্ষেত্রে অনূর্ধ্ব ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে অধিক অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আবেদন ঠিকানা: নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র প্রকল্প পরিচালক “দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান ” শীর্ষক প্রকল্প, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ৮৯/২ (৮ম তলা), কাকরাইল, ঢাকা-১০০০। এই ঠিকানায় ডাকযোগে/ব্যক্তিগত ভাবে পৌঁছাতে হবে।
Official Website: www.bmet.gov.bd
আবেদনের শেষ সময়: আগামী ২০-১০-২০২১ তারিখ, বিকাল ৫:০০ টার মধ্যে জমা দিতে পারবেন।
Source:
বিস্তারিত দেখুন নিচের নিয়োগ বিজ্ঞপ্তিতে ↓
